President

হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর ভাতৃত্ব, সৌহার্দ ও সম্প্রতি গড়ে তুলে বাংলাদেশকে শান্তিময় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে দেশ ও সারা বিশ্ববাসীর মুসলমানসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি এ আহ্বান জানান।

নামাজ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। বন্যায় দুর্গত মানুষের কষ্ট লাঘব হোক।

সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামায়ত অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা প্রশাসক আবদুল আওয়াল, পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ ২০ সহস্রাধিক মানুষ নামাজে অংশ নেয়।

ঈদর জামাতে ঈমামতি করেন ঠাকুরগাঁও বড় মসজিদেও ঈমাম মাওলানা খলিলুর রহমান।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

০২ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:১৯ পি.এম