President

রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মিলান শহর পরিদর্শনকালে এক অভিবাসী মুসলিম পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

২৫ মার্চ পোপ ফ্রান্সিস ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলান শহর পরিদর্শনকালে ওই শহরে বসবাসকারী মরক্কোর বংশোদ্ভূত এক মুসলিম পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

ওই পরিবারের প্রধানের নাম মাইকেল করিম। তিনি মিলান শহরের ১০ তলার একটি ভবনে ৩ সন্তানসহ থাকেন। মাইকেল করিমের বয়স ৮০, তিনি ও তার স্ত্রী দু’জনই শ্বাসকষ্টে ভুগছেন।

 

পোপ ফ্রান্সিস সাক্ষা‍ৎকালে ওই ভবনের বেশ কিছু অংশ ঘুরে দেখেন। ভবনটির এক একটি রুমে আলাদা আলাদা পরিবার থাকেন। প্রত্যেকেই অভিবাসী। 

 

পোপ সাক্ষাৎকালে মুসলিম পারিবারটির অাপ্যায়ন গ্রহণ করেন। এ সময় মাইকেল করিম পোপকে তাদের সমস্যার কথা খুলে বলেন।  

 

এ বিষয়ে মাইকেল করিম বলেন, আমাদের বাড়ীতে পোপের আগমন ছিল একজন বন্ধুর আগমনের মতো। 

 

আর পোপ মুসলিম এবং খ্রিস্টানদের সম্পর্কে বলেন, এই দুই ধর্মের অনুসারীরা পরস্পর ভাই ভাই এবং দুই ধর্মের উৎস একই। 

 

পোপ ওই পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।

 

-রয়টার্স অবলম্বনে

১০ এপ্রিল, ২০১৭ ২০:২৭ পি.এম