President

আর মাত্র ৪ দিন, তারপরই ঈদুল আজহা। আর কোরবানির ঈদ মানে জমজমাট পশুর হাট। কোরবানি দেওয়ার জন্য এখন মুসলিম বিশ্বের হাটগুলো বেশ জমজমাট। কিন্তু ব্যতিক্রম পাকিস্তানের গরুর হাট। সেখানে অভিনব এক পন্থাও অবলম্বন করতে দেখা গেল এবার লাহোরের পশু ব্যবসায়ীদের।

সম্প্রতি ইন্টারনেটে পাকিস্তানের পশুর হাটের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে লাহোরের একটি পশুর হাটে দেখা গেল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতি গরুর সাথে একজন মেয়েকে হাঁটে নিয়ে আসা হয়। পরে মেয়েটি নানাভাবে নাচয়তে থাকে। সাথে সাথে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ফলে ক্রেতা জমতে শুরু করে। কারো পছন্দ হলে সে পশু কিনে নিয়ে যায়।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

৩০ আগষ্ট, ২০১৭ ০০:২৬ এ.ম