President

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল এর মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নাম ঘোষণা করেছে। এর নাম রাখা হয়েছে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও।

আপনি হয়তো ভাবছেন কোন কোন ফোনে আসবে এই অপারেটিং সিস্টেম। আপনার ফোনটিও সে তালিকায় আছে কিনা। তাই তো? তাহলে জেনে নিন কোন কোন স্মার্টফোনে আসবে অ্যান্ড্রয়েড ৮.০।

১. গুগল: গুগলের তিনটি স্মার্টফোনে আসবে অ্যান্ড্রয়েড ৮.০। গুগল পিক্সেল, পিক্সেল এক্স এল ও নেক্সাস ৫এক্স।

২. স্যামসাং: স্যামসাংয়েরও তিনটি স্মার্টফোনে আসবে নতুন এই অপারেটিং সিস্টেম। স্যামসাং গ্যালাক্সি এস৮+,স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ।

৩. সনি: সনি এক্স জেড প্রিমিয়াম, সনি এক্সপেরিয়া এক্সজেডএস ও সনি এক্সপেরিয়া এক্সএ ১।

৪. আসুস: আসুসের জেনফোন ৩ এবং ৪ সিরিজের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও যুক্ত করা হবে বলে ঘোষণা করেছে কোম্পানিটি।
৫. ওয়ান প্লাস: ওয়ান প্লাস ৫, ওয়ান প্লাস ৩ টি ও ওয়ান প্লাস ৩।

৬. নোকিয়া: নোকিয়া ৬, নোকিয়া ৫ ও নোকিয়া ৩।

এছাড়া মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনিফিনিটি, এইচটিসি: এইচটিসি ইউ ১১ ও এসেনশিয়াল পিএইচ-১ থাকছে অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম।


টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

২৪ আগষ্ট, ২০১৭ ১৬:২৪ পি.এম