President

বিনোদন প্রতিবেদক: অনলাইনে মুক্তি দেয়া হলো শাকিব-বুবলী’র চলতি বছরের আলোচিত ছবি রংবাজের প্রথম রোমান্টিক গান ‘ঘুম আমার’।রোববার গানটি মুক্তির পরই বেশ প্রশংসা কুড়িয়েছ। মাত্র ১৮ ঘন্টায় রংবাজের প্রথম গান ‘ঘুম আমার’ দেখা হয়েছে ৪ লাখ ৯০ হাজার বার।

ছবিটির কিছু  গানের অংশে সুইজারল্যান্ডের বরফের বুকে দেখা গিয়ছে শাকিব ও বুবলীকে। যেখানে বেশ ভিন্ন লুকেই দেখা মিলেছে শাকিব-বুবলী জুটিকে।রোমান্টিক গানটিতে শাকিব-বুবলী জুটির লুক ও রসায়নও ব্যাপক প্রশংসিত হচ্ছে।

শুরু থেকেই আলোচনায় ছিল ছবিটি। তবে সব আলোচনা সমালোচনা শেষে ঈদে মুক্তির প্রহর গুনছে রংবাজ।

ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চু প্রমুখ। বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস।

উল্লেখ্য, গত বছরের কোরবানি ঈদে শাকিব খানের জুটি বড় পর্দায় অভিষেক হয় নায়িকা বুবলীর। এক ঈদেই পর পর দুই ছবিতেই শাকিব খানের সাথে কাজ করেন তিনি। শুরুতেই বাজিমাত তার। এবার কোরবানি ঈদ হবে বুবলীর বড় পর্দায় এক বছর। গত ঈদের ন্যায় কি এবারো তারা রংবাজ দিয়ে বাজিমাত করবেন?

 

 

 

 

২১ আগষ্ট, ২০১৭ ১৬:২১ পি.এম