President

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চাহিদার চেয়ে বেশি গরু, মহিষ, ছাগলসহ কুরবানির পশু আছে। তাই কুরবানির জন্য বিদেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই।

রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাবি উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য ড. আবুল হোসেন, উপ-উপাচার্য ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক প্রমুখ।

শিল্পমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, বন্যার কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা থাকলেও আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।

সংবিধানের ষোড়শ সংশোধনী রায়ের বিষয়ে মন্ত্রী বলেন, এ রায়ের মাধ্যমে সংসদকে ছোট করা হয়েছে। এ রায়ে সংসদকে অপরিপক্ক মনে করা হয়েছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

২০ আগষ্ট, ২০১৭ ২১:৫০ পি.এম