President

লিবিয়ায় ট্রাক দুর্ঘটনায় অন্তত ২৩ অভিবাসী নিহত হয়েছে। এতে আরও শতাধিক লোক আহত হয়েছে।

বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

হাসপাতালের মুখপাত্র হাতেম আল-তোয়েজার জানান, বনি ওয়ালিদ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

খবরে বলা হয়েছে, ট্রাকটিতে তিনশোরও বেশি অভিবাসী ছিলো। তাদের বেশিরভাগই ইরিত্রিয়ান ও সোমালিয়ার নাগরিক।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৫ ফেব্রুয়ারী, ২০১৮ ০২:৩৭ এ.ম