President

শনিবার হংকংয়ে দ্বিতল একটি বাস উল্টে গিয়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হন। হংকংয়ের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, একটি 'হর্সরেস'-এর অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শক ও কর্মীদের বহন করছিল বাসটি। চলন্ত অবস্থায় পথের বাঁকে বাসটি উল্টে যায়। বাসটি খুবই দ্রুত গতিতে চলছিল।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু যাত্রী বাসটি থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু বাকি যাত্রীদের উদ্ধারে দমকল বাহিনীর সহায়তার প্রয়োজন হয়।
এদিকে, কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। এতে চল্লিশজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, বাসটি সড়কের ওপর পড়ে আছে।

তথ্যসূত্র: বিবিসি, এএফপি

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১০ ফেব্রুয়ারী, ২০১৮ ২৩:৫৩ পি.এম