President

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাায় একটি বাস পোড়ানো ও ৮ থেকে ১০টি বাস ভাংচুরের ঘটনায় পরিবহন সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শনিবারও অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জ-বেলকুচি রুটে অব্যাহত থাকা এ ধর্মঘটে জেলা শহর এবং ঢাকার পথে চলাচলকারী বাস গত দুইদিন ধরে বন্ধ।

বিষয়টি নিয়ে শনিবার বিকেল ৩টায় জেলা সদরে বাস শ্রমিক ও মালিক সংগঠনের এক বিশেষ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির থাকার কথা রয়েছে।

সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজী জিন্নাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার বেলকুচিতে ছাত্রলীগ-যুবলীগের কতিপয় নেতাকর্মী হেমা পরিবহনের একটি বাসে আগুন এবং কয়েকটিতে ভাংচুর চালান।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বাসে আগুন ও ভাংচুরের ঘটনায় বাস মালিকদের মামলাটি রেকর্ড হলেও সিএনজি অটোরিক্সার মামলা রেকর্ড ও আসামি গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

২০ জানুয়ারী, ২০১৮ ১৪:০০ পি.এম