President

সময়ে-অসময়ে, দরকারে-অদরকারে কমবেশি সবাইকে থাকতে হয় হোটেলে। আর বেশির ভাগ হোটেলে উঠলে প্রথমে চোখে পড়বে সাদা ধবধবে বিছানার চাদর ও বালিশ। এমনটি দেখে অনেকেরই কৌতুহলী মনে প্রশ্ন জাগে, সাদা বিছানা-বালিশের রহস্য কী? আদৌ কি হোটেল রুমের সঙ্গে সাদার কোনো সম্পর্ক আছে?

এ প্রশ্নের জবাব মিলেছে ট্রাভেল অ্যান্ড লেইসার নামের ভ্রমণ সংক্রান্ত এক ওয়েবসাইটে। সেখানে বলা হয়-

১. হোটেল রুমে সাদা চাদর-বালিশ-তোয়ালের বহুল ব্যবহার শুরু হয় ১৯৯০ সালে৷ হোটেল ওয়েস্টিন এই বিষয়টিকে জনপ্রিয় করে তোলে৷ ওয়েস্টিন ও শেরাটন হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন এরিন হুভারের মতে সাদা বিছানা অতিথিদের মনে একটি প্রভাব সৃষ্টি করে৷ তারা রুমের মধ্যে প্রবেশ করা মাত্রই মনে করেন, এই মাত্র সেটিকে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে৷

২. সাদা রঙ শুভ্রতা এবং পরিচ্ছন্নতার প্রতীক৷ এই রঙ মানুষের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করা হয়৷

৩. বিজ্ঞান বলছে, সাদা রঙ আলোর আলোর সাতটি রশ্মিকেই প্রতিফলিত করে। তাই হোটেলে সাদার ব্যবহার রুমকে আরও উজ্জ্বল কর তোলে।

৪. চাদর-বালিশ নোংরা হলে একই সঙ্গে ধোওয়া যায়৷ চাদর-বালিশের রঙ ভিন্ন হলে একটা থেকে অন্যটায় লেগে যাওয়ার ভয় থাকে। এর সহজ সমাধান সব ক্ষেত্রে সাদার ব্যবহার।

৫. অনেকে সাদা রঙকে অভিজাত্যের প্রতীক বলে মনে করেন। তাই হোটেল বেশি বিলাসবহুল না হলেও বিছানায় সাদা চাদর ব্যবহার করতে তো দোষ নেই।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

২০ জানুয়ারী, ২০১৮ ১৩:৩৯ পি.এম