President

মঙ্গলবার নারায়ণগঞ্জে সড়কে হকার বসানো নিয়ে সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারকে প্রদান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন।
বুধবার সাংবাদিকদের এমনটাই জানালেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ও র‌্যাব ১১ এর সহকারী পরিচালক বাবুল আক্তার।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে শামীম ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
তখন প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৭ জানুয়ারী, ২০১৮ ১৯:৩৪ পি.এম