President

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে গ্র্যান্ড জুরির শুনানিতে হাজির হতে সমন জারি হয়েছে।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বুধবার এখবর জানানো হয়।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগের তদন্তের নেতৃত্ব দেওয়া এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলার ব্যাননের বিরুদ্ধে এ সমন জারি করেন।

বিবিসি বলছে, কংগ্রেসেরও একটি কমিটিও আলাদাভাবে ওই বিষয়ে তদন্ত করছে। ব্যানন মঙ্গলবার সেই কমিটির শুনানিতেও হাজির হয়েছিলেন।

জানুয়ারির শুরুতে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বইয়ে ট্রাম্পের ছেলেকে নিয়ে মন্তব্যের কারণে বিতর্কিত হতে হয় ব্যাননকে।

গত নির্বাচনের প্রচারে রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে বৈঠক করে ট্রাম্পপুত্র ‘রাষ্ট্রদ্রোহমূলক’ ও ‘দেশপ্রেমহীন’ কাজ করেছিলেন বলে সাংবাদিক মাইকেল উলফের লেখা ওই বইয়ে মন্তব্য করেছিলেন ব্যানন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৭ জানুয়ারী, ২০১৮ ১৩:৪৬ পি.এম