President

ফুটপাতে হকার বসা নিয়ে ত্রিমুখী সংঘর্ষে মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে চাষাঢ়া এলাকা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের শটগানের গুলি, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জে কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।

এসময় পেশাগত দায়িত্ব পালন অবস্থায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি রিপন মাহমুদ আকাশ। এছাড়াও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী শরীফুদ্দিন সবুজ আহত হন।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাংবাদিক সহ প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন- মেয়র আইভীর বডিগার্ড কনস্টেবল শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সদস্য শহীদুল্লাহ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, নাগরিক কমিটির সদস্য সুজিত সরকার, সিটি করপোরেশনের গাড়িচালক মো. জসিম (২৫), আইভীর মামা পরিচয় দানকারী মো. নাসির (৫০) এবং আইভীর সমর্থক কবির (৩৮), হাসান (৪০) ও রনি (২৫)। এর মধ্যে নাসিরের শরীরে শটগানের আঘাত রয়েছে, নাসিক কাউন্সিলর শাওন অংকন, যুবলীগ নেতা হিমেল খান, সুজন, জুবায়েদ, মোঃ রব মিয়া, আব্দুল কাউয়ুম, কবির টিটু, আহসান হাবু, মন্টি, মোঃ ইমন, জুম্মন খন্দকার, মোঃ রাসেল মিয়া, সাংবাদিক ওয়ারদী রহমান, ফটো সাংবাদিক তাপস সাহা, সবুজ, শামীম ওসমানের নিয়াজুল, জুয়েল, চঞ্চল প্রমুখ।

আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৭ জানুয়ারী, ২০১৮ ০০:৩২ এ.ম