President

ঘন কুয়াশায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।রোববার সকাল ১০টার দিকে ওই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শনিবার দিনগত রাত ৩টা থেকে ওই নৌপথে লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, সকাল ৯টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হলেও স্পিডবোট চলাচল এখনও শুরু হয়নি।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৪ জানুয়ারী, ২০১৮ ১২:০০ পি.এম