President

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দোকানে ঢুকে বিপ্লব মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব বগুড়ার সারিয়াকান্দি থানার কালামপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে। তিনি ওই দোকানের কর্মচারী বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিপ্লব মিয়া রাতে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডিজেল ও যানবাহনের পার্স বিক্রির দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আব্দুল হাই জানান, বিপ্লবের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১১ জানুয়ারী, ২০১৮ ১৩:১৪ পি.এম