President

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭জনে দাঁড়িয়েছে।

রাজ্যটির এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিখোঁজদের ব্যক্তিদের সন্ধান ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

বিবিসি বলছে, ভূমিধসে শতাধিক বাড়িঘর ধ্বংস এবং তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রবল বৃষ্টিতে এই ভূমিধস হয়েছে বলে জানিয়েছেন একজন উদ্ধারকারী কর্মকর্তা। তিনি বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে।

সান্তা বার্বারা কাউন্টি শেরিফ বিল বাউন বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপতালে ভর্তি করা হয়েছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১১ জানুয়ারী, ২০১৮ ১২:২২ পি.এম