President

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন।
গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন বনফুল পরিবহনের চালক শেখ শাহিন (৪৮)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিবের ছেলে। নিহত অপর মহিলার (৩৫) নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এসআই শওকত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বনফুল পরিবহনের একটি নৈশ কোচ ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক তার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালকসহ দুইজন নিহত এবং ১০ জন আহত হন।
নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

০৮ জানুয়ারী, ২০১৮ ১৩:১০ পি.এম