President

২০১৩ সালে ভারতের সেরা সুন্দরী হয়েছিলেন শোভিতা ধুলিপালা। এরপর একের পর বলিউডের ছবিতে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু খেতাব জেতার চার বছর পরে এসে তিনি মনে করছেন, সৌন্দর্য প্রতিযোগিতা আসলে যৌনতা ও শরীর বিক্রির খেলা, এছাড়া আর কিছুই নয়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুন্দরীদের প্রতিযোগিতায় নাম দেওয়ার কোনও ইচ্ছাই তার ছিল না। কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে বাজি লাগিয়ে তিনি এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে নাম দিতে গিয়েছিলেন তিনি। সেখানে জিতে যান। তারপর একের পর এক বাধা টপকে জিতে নেন প্রতিযোগিতা। তবে তখন বুঝতে পারেননি। এখন তিনি বুঝতে পারেন, আসলে তার জীবনে অভিশাপ হয়ে এসেছে এই জয়।

তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের খ্যাতিকেই খাটো করেছেন। কারণ, তার মনে হয়েছে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তারাই সাফল্য পায় যাদের শরীর বিক্রি যোগ্য। এতে নারী পরিচয়কেই অসম্মান করা হয়।

এমনিতেই ছবিতে নানা রকমের খোলামেলা দৃশ্যে অভিনয় করার বিষয়ে নাম আছে শোভিতার। অনুরাগ কাশ্যপের ছবি, রমন রাঘবে একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাকে। হিন্দুস্তান টাইমস।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

০৪ জানুয়ারী, ২০১৮ ১৭:১৮ পি.এম