President

গত বছর এপ্রিলে শুরু হয়েছিল নিরব-আইরিন জুটির প্রথম সিনেমা ‘রৌদ্রছায়া’। বছর যেতে না যেতেই নতুন বছরে শেষ হচ্ছে এই ছবির শুটিং।

বুধবার থেকে সিলেটের বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে ‘রৌদ্রছায়া’ ছবির শেষ লটের শুটিং। শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছেন নিরব-আইরিন দুজনেই। চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন, ‘১০ জানুয়ারি পর্যন্ত শুটিং হবে। দুটি গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং বাকি আছে, সেগুলো শেষ হবে।’ নিরব আরো বলেন, ‘গল্পটা মুক্তিযুদ্ধের সময়, তার পরবর্তী কয়েক বছর এবং বর্তমান সময়কে ঘিরে। এই তিন প্রেক্ষাপটে চমৎকার একটি কাহিনী দেখবেন দর্শক। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত কোনো সিনেমায় এখন পর্যন্ত আমার অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। এটা অবশ্য সরাসরি যুদ্ধের গল্প না। তারপরও এমন একটি কাজের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’

নিরবের সঙ্গে রয়েছেন আইরিন। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বছরের শুরুতেই শুটিং শুরু করছি। আশা করছি সারা বছরটাই সিনেমায় ব্যস্ততায় কাটবে।’ আইরিন আরো বলেন, ‘আমরা বেশ কয়েকটি স্টেজ শোতে নানা ধরনের পরিবেশনায় অংশ নিয়েছি। সে কারণেই আমাদের নিয়ে সিনেমায়ও জুটি করা হয়েছে। আশা করছি, আমাদের জুটির প্রথমকাজ দর্শক গ্রহণ করবেন।’

‘রৌদ্রছায়া’ ছবিটি পরিচালনা করছেন নির্মাতা বুলবুল জিলানী। নিরব-আইরিন ছাড়াও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সুষমা সরকার। নির্মাতার ইচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি ছবিটি মুক্তি দেবেন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

০৩ জানুয়ারী, ২০১৮ ১৫:০৯ পি.এম