President

‘প্রমিস করেছিলাম। আনান্দ এল রাইয়ের ছবির নাম দেখে নিন।’ বছরের প্রথম দিনে টুইট করে শাহরুখ খান। অনেক দিন থেকেই গুঞ্জন নতুন রূপে পর্দা কাঁপাতে আসছেন বলিউড বাদশাহ। তাঁর পরবর্তী ছবিতে বামনের চরিত্রে অভিনয় করছেন সেটাও আগেই জানিয়েছিলেন। এবার সেটাই দেখা গেলো ছবির ফাস্ট লুকে। জানা গেলা ছবির নামও, 'জিরো'।

এতে সত্যিই এক অন্য শাহরুখকে দেখা গেছে। ৫২ বছর বয়সী সুপারস্টার বামন রূপে হাজির হচ্ছেন। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন সময়ের দুই হার্টথ্রুব ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। এর আগে ২০১২ সালে 'জব তাক হ্যায় জান' ছবিতে এই তিনজনকে একসঙ্গে দেখা গেছে। তবে এই ছবিতে ক্যাটরিনা কিংবা আনুশকার ভূমিকা সম্পর্কে এখনো কিছুই প্রকাশ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ।

কোনো গড়বড় না হলে আনান্দ এল রয় পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০১৮-এর ডিসেম্বরে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

০২ জানুয়ারী, ২০১৮ ১২:০৫ পি.এম