President

নেইমারের পিএসজি সতীর্থ কাইলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ২০১৭ ফ্রেঞ্চ বর্ষসেরা ফুটবলারের মুকুট পরলেন চেলসি মিডফিল্ডার এন'গোলে কান্তে। মাত্র ৫ ভোটের ব্যবধানে পিএসজি স্ট্রাইকারকে হারিয়ে দিয়েছেন ২৬ বছর বয়সী কান্তে।

বর্ষসেরা খেলোয়ারের তালিকায় তৃতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।
দুই মৌসুম আগে কান্তের অধীনে লিস্টার সিটির প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল। এরপর চেলসিতে যোগ দেওয়া কান্তে ২০১৬-১৭ মৌসুমে ব্লুজদের শিরোপা উপহার দেন। চেলসির হয়ে তিনি প্রিমিয়ার লিগে মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়াও পেয়েছেন পিএফএ প্লেয়ার্স বর্ষসেরা খেলোয়াড় ও এফডাব্লিউএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

গত বছর এই পুরস্কার পেয়েছিলেন আতলেতিকো মাদ্রিদ তারকা আন্তনিও গ্রিজম্যান। চলতি বছর ক্রিস্তিয়ানো রোনালদো জয় করেন ব্যালন ডি'অর পুরস্কার। মেসির সঙ্গে এখন ব্যালন ডি'অরের দৌঁড়ে সমান সমান পর্তুগিজ সুপারস্টার। এই তালিকায় অষ্টম স্থানে ছিলেন কান্তে।

২০১৭-১৮ মৌসুমে কান্তে প্রিমিয়ার লিগে টেবিলের তৃতীয় স্থানে থাকা চেলসির হয়ে ১৭টি ম্যাচে একটি গোল করেছেন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

২৭ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪৩ পি.এম