President

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি হারের পাওয়ায় ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের পাশে বসলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।

গতকাল পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৪১ রানে ব্যবধানে হার মানে ইংল্যান্ড।

এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ টেস্টে অংশ নিয়ে ১৪টি ম্যাচে হারের স্বাদ নিয়েছেন পার্থেই ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নামা কুক। এ ম্যাচ দিয়েই হার বিবেচনায় টেন্ডুলকারের পাশে বসলেন কুক। নিজের ২০০ ম্যাচের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে ২০টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার। এর মধ্যে ১৪টি টেস্টেই হারের লজ্জা পান টেন্ডুলকার।
টেন্ডুলকার ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি হারের স্বাদ পেয়েছেন ইংল্যান্ডের স্যার জ্যাক হবস। অবশ্য ডান-হাতি এই অল-রাউন্ডার অস্ট্রেলিয়ার মাটিতে ২৪টি টেস্ট ম্যাচে অংশ নেন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৯ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪১ পি.এম