President

মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে বিশেষ ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট ছাড়াও ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে গণভবনে এগুলো অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।
আরো ছিলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব ইহসানুল করিম, ডাক সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৬ ডিসেম্বর, ২০১৭ ১৫:২৪ পি.এম