President

রাজধানীর মগবাজারের একটি সেলুনে বিস্ফোরণে ঘটনায় দোকানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দিলু রোডের ইনসাফ হাসপাতাল সংলগ্ন ‘বিনোদ সেলুন’ নামের একটি দোকানে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াসার কাজের জন্য দোকানের সামনে থাকা কোনো গ্যাস পাইপের লাইন লিকেজ হয়ে ওই সেলুনের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে রাতে যখন কাজ শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন মশার কয়েল ধরাতে গেলে ওই বিস্ফোরণ হয়। এতে সেলুনের ভেতরে থাকা ওই ৩ কর্মচারী দগ্ধ হন।

আহতদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১৩ ডিসেম্বর, ২০১৭ ১১:২২ এ.ম