President

খাগড়াছড়ির গুইমারার পূর্ব বড়পিলাক দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ডিসেম্বর) সন্ধা ৬ টায় পূর্ব বড়পিলাক জামে মসজিদ ময়দানে কোরআন তেলোয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু করা হয় হয়। এতে ইসলামী সংগীত পরিবেশন করে সুনামধন্য কন্ঠশিল্পি মোঃ ফাতিন আজহার

মাহফিলে প্রধান বক্তা ছিলেন সিনিয়র মুহদ্দিস নাজির হাট বড় মাদ্রাসা আলহাজ মাঃ মুফতি এরসাদ উল্লাহ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। মদ এবং সুদ ইসলাম ধর্মে হারাম, আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ্ ও মানুষের হক, হযরত মুহাম্মদ (সঃ) সকল সুন্নাহ্ অনুসরণ অনুকরণ করার জন্য আহবান করেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যু দিন স্মরণে ও পাঁচ ওয়াক্ত নামাযের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন, এবং হারাম থেকে সকলেই দূরে থাকা উচিৎ বলে তিনি মনে করেন।

সাবেক খতিব গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে
এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান ওয়াজীন হিসেবে নাজির হাট বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি এরশাদউল্লাহ এবং বিশেষ ওয়াজীন হিসেবে হযরত আঃ রহমান ভোলা, আলহাজ্ব হযরত মাওঃ নাজমুল হক ফেনী, খতিব গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাওঃ ওসমান গনি, খতিব পূর্ব বড় পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাওঃ আব্দুর রব, ও হযরত মাওঃ জামালউদ্দিন, ইসলামি সংগীত শিল্পি মোঃ আতাহার ঈশরাত

বক্তারা তাদের ওয়াজে, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে তাফসীর পেশ করেন।
এই মাহফিলে গুইমারার বিভিন্ন পাড়া কেন্দ্রিক মসজিদ, মাদ্রাসা ও সংগঠন থেকে ধর্মপ্রাণ
মুসলিমরা অংশগ্রহণ করেন।

মাহফিলে আগত আগত অতিথিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হযরত মুহাম্মদ(সাঃ) এর প্রদর্শিত পথ অনুসরণ করার আহ্বান জানান।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

১১ ডিসেম্বর, ২০১৭ ০০:৪১ এ.ম