President

বর্তমানে ঢালিউডের গ্ল্যামার কন্যার নাম মনে আসলেই যার নাম প্রথমেই আসে, সে হলো পরীমণি। ক্যারিয়ার শুরুটা যেমনই হোক না কেন বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে আছেন পরীমণি। কারণ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে তার দুটি চলচ্চিত্র। যার মধ্যে 'ইনোসেন্ট লাভ' নামের চলচ্চিত্রটি পরীমণির ক্যারিয়ারের শুরুর দিকের চতুর্থ ছবি।

অপূর্ব-রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৪ সালে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে। রমিজ উদ্দিন প্রযোজিত এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে।

এই ছবিতে, জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।

এদিকে, ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পরী-জায়েদ জুটির বহুল আলোচিত ছবি 'অন্তর জ্বালা', যার ট্রেইলার ও গানেই প্রশংসায় ভাসছেন এই গ্ল্যামারকন্যা। মালেক আফসারীর নির্মাতার এই ছবিটি এখন পর্যন্ত ১৭৫টি হলে মুক্তির কথা রয়েছে। হল সংখ্যা আরও বাড়তে পারে। প্রয়াত নায়ক মান্নার এক পাগল ভক্তকে কেন্দ্র করে এই ছবির গল্প।

জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

২৮ নভেম্বর, ২০১৭ ১৪:৫৫ পি.এম