President

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ১৭১ কোটি ৯৬ লাখ টাকা।
মঙ্গলবার দুপরে একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।


মুস্তফা কামাল বলেন, একনেকের সভায় নতুন মোট ৮ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ৩ হাজার ১শ’ ৭১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হবে।
তিনি বলেন, প্রকল্প ব্যয়ের যে অর্থ খরচ হবে এরমধ্যে, সরকারি অর্থায়ন ২ হাজার ৫শ’৭৯ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া প্রকল্প সাহায্য হিসেবে ব্যয় করা হবে ৫শ’৯২ কোটি ৫৬ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম।

০১ আগষ্ট, ২০১৭ ১০:৫৮ এ.ম