President

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে আহত ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত ডাকাতের নাম বিল্লাল (৪৫)।
এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় কয়েকজন ডাকাতের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। এ সময় ডাকাত বিল্লাল গুলিবিদ্ধ এবং তিন পুলিশ সদস্য আহত হয়। এরপরে গুলিবিদ্ধ ডাকাত বিল্লালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খিলগাঁও থানার এসআই নাগেন্দ্র কুমার দাস বলেন, পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে বিল্লাল গুলিবিদ্ধ হয়। বিল্লাল একটি ডাকাত দলের সদস্য। বিল্লালকে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/ এইচ কে/এস আর

২৪ নভেম্বর, ২০১৭ ১০:৫৫ এ.ম