President

শার্লিন চোপড়াই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি বিতর্কিত 'প্লেবয়' ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন। বিতর্কিত ফটোশ্যুট করে সবসময়ে আলোচনায় থাকাই তার ধ্যানজ্ঞান।

বলিউডে শার্লিন চোপড়ার ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু তা বলে জনপ্রিয়তা কম নেই শার্লিন চোপড়ার। ক্যামেরার সামনে সাহসী হওয়ার জন্য বেশ নাম রয়েছে তার। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে কদর।

অফ হোয়াইট রঙের পাতলা গাউনে সম্প্রতি ফটোশুট করেছে শার্লিন। অর্ধনগ্ন হয়েই ক্যামেরার সামনে এসেছেন নায়িকা।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৮ নভেম্বর, ২০১৭ ১৪:৩২ পি.এম