President

লড়াইটা শুধু মাদ্রিদের দুই ক্লাবের মধ্যেই হতে যাচ্ছে না। হতে যাচ্ছে দুই তারকা ফুটবলারের মধ্যেও।
ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম আঁতোয়া গ্রিজম্যান। আজ রাত পৌনে ২টায় শুরু হতে চলা এই আগুন ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে টানা ব্যর্থতার ঘানি টানা রিয়াল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

আতলেটিকোর নতুন স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিটানোতে প্রথম হচ্ছে এই ডার্বি। এই ম্যাচ নিয়ে কয়েক দিন আগেও গ্রিজম্যান বলেছেন, 'এই স্টেডিয়ামে প্রথম ডার্বিটা আমাদের জিততেই হবে। আমাদের সমর্থকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। '

গুরুত্বপূর্ণ জিনেদিন জিদানের কাছেও। লা লিগায় অত্যন্ত খারাপ শুরু করার পরে এই ডার্বি জিতলে খেতাব দৌড়ে চলে আসতে পারে রিয়াল। তবে রোনালদো এবং রিয়াল সম্পর্ক নিয়ে যে বিতর্ক উঠেছে, তা আবার ম্যাচে প্রভাব ফেলবে কি না সে প্রশ্নও উঠতে শুরু করেছে। দুই ক্লাবই চলতি লিগে এখনও সে ভাবে দাগ কাটতে পারেনি।
রিয়াল মাদ্রিদ এবং আতলেটিকো মাদ্রিদ উভয় দলই ১১টি করে ম্যাচ খেলেছে। রিয়ালের জয় ৭, আতলেটিকোর ৬। গ্রিজম্যান বা রোনালদো- কেউ সে ভাবে গোলের মধ্যে নেই।

মাদ্রিদ ডার্বির আগে এক সাক্ষাৎকারে রোনালদোকে প্রশ্ন করা হয়, আপনার গোল না পাওয়াটা কি চাপ বাড়াচ্ছে? যার জবাবে রোনালদো বলেন, 'আমি আর এই প্রশ্নটা শুনলে উত্তেজিত হই না। কিন্তু আমার অবাক লাগে অন্য একটা জায়গায়। আমি গোল না পেলে আমার বাড়ির লোকও প্রশ্ন করতে শুরু করে। আমার মা, ভাই, ছেলে, সবারই একটাই প্রশ্ন থাকে- তোমার কি কোনো সমস্যা হয়েছে?'

রোনালদো বলেছেন, তার ফর্ম নিয়ে তিনি অন্তত কোনো টেনশনে নেই। কিন্তু কোচ জিদান কী ভাবছেন? সি আর সেভেন বলেন, 'তিনি আমার মতোই। সে কোনো সময় টেনশনে ভোগেন না। নার্ভাস হয়ে পড়েন না। '

আর রিয়াল কোচ নিজে বলছেন, 'জানি রিয়ালকে নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমরা শান্ত থাকতে চাই। আমরা বদলাব না। আমরা মাঠে নেমে আপনাদের একটা ভাল ম্যাচ উপহার দেব। '

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৮ নভেম্বর, ২০১৭ ১৪:২৩ পি.এম