President

রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও দেশটির সেনাপ্রধান সৌদি আরবকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার প্রস্তাব দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার বন্ধের কথা বলে এ প্রস্তাব দেন তিনি। তবে এর মধ্য দিয়ে ইসরায়েল ও সৌদির সাম্প্রতিক গোপন আঁতাতের বিষয়টি স্পষ্ট হল।

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল মূলত সৌদি আরবকে দিয়ে ইরানকে শায়েস্তা করার চেষ্টা করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নজিরবিহীনভাবে সৌদি আরবের গণমাধ্যম এলাফকে সাক্ষাৎকার দেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি এইজেনকোট।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এই অঞ্চলে শান্তি বিনষ্ট ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যারা আঞ্চলিক স্থিতিশীলতার বড় হুমকি। এ বিষয়ে ইসরায়েলের হাতে অনেক তথ্য রয়েছে। সৌদি আরব চাইলে এসব তথ্য সরবরাহ করবে ইসরায়েল।

এদিকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলে কূটনৈতিক সম্পর্ক না থাকায় ওই সাক্ষাৎকারের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে আলজাজিরার পক্ষ থেকে বিষয়টির সত্যতা পাওয়া যায়।

তবে ইসরায়েল আপাতত ইরানের বিরুদ্ধে মাঠে নামলেও লেবাননে হিজবুল্লাহর সঙ্গে কোনোরকম সংঘাতে জড়াতে চায় না বলে জানান এইজেনকোট। তবে সংগঠনটি ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে ব্যবস্থা নেয়া হবে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৭ নভেম্বর, ২০১৭ ১৬:০৬ পি.এম