President

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে আইনশৃংখলা বাহিনী হামলাকারীকে হত্যা করেছে বলে জিানিয়েছে শেরিফের কার্যালয়।

সহকারী শেরিফ ফিল জনস্টন জানান, ওই হামলাকারী তার বাড়ি থেকে গুলি করতে করতে স্কুলে ঢুকে পড়ে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে র‌্যাঞ্চো তেহামা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয় এঘটনা ঘটে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৫ নভেম্বর, ২০১৭ ০১:৩৬ এ.ম