President

তারকা জুটি অন্তত জলিল ও বর্ষা দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে পুত্রসন্তান প্রসব করেন বর্ষা। বর্তমানে নবজাতক ও মা সুস্থ আছেন। রোববার আকিকা দিয়ে ছেলের নাম রাখা হয়েছে আবরার ইবনে জলিল।

বর্ষা তার ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের ছবিসহ একটি স্টাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমার ছোট ছেলে আবরার ইবনে জলিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

গত ১৭ অক্টোবর ব্যাংককে যান বর্ষা ও অনন্ত জলিল। ৮ নভেম্বর ছেলেকে নিয়ে তারা দেশে ফিরে আসেন। এর আগে ২০১৪ সালের ২৩ নভেম্বর প্রথম পুত্রসন্তান হয় অনন্ত-বর্ষা। ছেলের নাম আজিজ ইবনে জলিল।

২০১০ সালে 'খোঁজ দ্য সার্চ' ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় অনন্ত-বর্ষার। তাদের অভিনীত অন্য ছবিগুলো হলো- 'হৃদয় ভাঙা ঢেউ', 'দ্য স্পিড', 'মোস্ট ওয়েলকাম', 'মোস্ট ওয়েলকাম টু' ও 'নিঃস্বার্থ ভালোবাসা'।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৩ নভেম্বর, ২০১৭ ১৪:৫৪ পি.এম