President

পোশাক মানুষের বাহ্যিক রূপকে তুলে ধরে। এটি এমন একটি উপকরণ যা একজন ব্যক্তিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। তবে এর বিপরীতটিও মাঝে মাঝে ঘটে যায়। একটি পোশাক একজনকে ভালো দেখালে যে তা অন্যকেও ভালো দেখাবে এমন কোন কোথা নেই। তাই পোশাক পরার সময়ে নিজের শরীরের গড়নের দিকে খেয়াল রাখা দরকার। কেননা গড়ন অনুযায়ী পোশাক না পরলে সম্পূর্ণ বেমানান লাগে। একইসঙ্গে স্বস্তি ও আরামের বিষয়টিও মাথায় রাখা জরুরি। আপনার উচ্চতা কম হলে সালোয়ার বা প্যান্ট খুব বেশি ঢোলা পরবেন না, তাতে আরও খাটো দেখাবে। আবার খুব লম্বা হলে ঝোলা টাইপের কামিজ পরবেন না। এতে আপনাকে আরও মোটা লাগবে। আবার খুব খাটো পোশাক পরলেও কিন্তু দৃষ্টিকটু লাগবে। উচ্চতা কম হলে বা শরীরের নিম্ন অংশ তুলনামূলক ছোট হলে পরার জন্য বেছে নিন লম্বায় মাঝারি সাইজের পোশাক।
যাহোক, এবার জেনে নিন কিছু পোশাকের কথা যেগুলো পরলে মেয়েদেরকে বেশ মোটা দেখায়-

লং স্কার্ট
স্কার্ট পোশাকটি ওয়েস্টার্ন একটি পোশাক। ওয়েস্টার্ন মেয়েরা এমনিতেই একটু পাতলা গড়নের হয়ে থাকে। এজন্য লং স্কার্ট ছড়ানো থাকে যাতে তাদের স্বাস্থ্য কিছুটা ভালো দেখায়। কিন্তু এশিয়ান মেয়েদের গায়ের গড়ন এমনিতেই একটু ভাল থাকে। এক্ষেত্রে ওয়েস্টার্ন ছড়ানো এই পোশাকটি পরলে তাদের আরও বেশি মোটা দেখায়। কেননা স্কার্টে অনেক কাপড় দিয়ে ঘের দেওয়া থাকে যা মেয়েদের মোটা দেখাতে সহায়তা করে।
আনারকলি
আনারকলি ড্রেসটি অনেক ঘেরওয়ালা লং ফ্রকের মত। কোমরে হালকা কুচি দিয়ে নিচের অংশটুকু বেশ ছড়ানো থাকে। ফলে এই পোশাকটি পরলেও মেয়েদের অনেক বেশি মোটা দেখায়।
পালাজো
নতুন এই পোশাকটি আগেকার ডিভাইডার পায়জামার মতই। শুধু ডিভাইডারে পায়ের কাছে ফাড়া ছিল আর এই পালাজোতে কোনো ফাড়া নাই। তবে এই পালাজো পায়জামাটি অনেক বেশি ছড়ানো হয়ে থাকে। এর ফলে একটু স্বাস্থ্য ভালো মেয়েদের আরও অনেক বেশি মোটা দেখায়।
স্কিন টাইট জিন্স
ঢিলেঢালা পোশাক যেমন মেয়েদের অনেক বেশি মোটা দেখায় তেমনি স্কিন টাইট জিন্স পরলেও বেশ খানিকটা মোটা দেখায়। কেননা এই পোশাকটি গায়ের সঙ্গে বাজেভাবে জড়িয়ে থাকে। ফলে শরীরের চর্বিজাতীয় অংশ খুব সহজেই চোখে পড়ে। এ কারণে এই ধরনের পোশাক পরলে মেয়েদের বেশি মোটা দেখায়।
ঢিলেঢালা জামা
ঢিলেঢালা জামা গায়ের সঙ্গে ফিটিং হয়ে থাকে না। এ কারণে এই পোশাকও মেয়েরা যতটা না মোটা তার চেয়ে অনেক বেশি মোটা দেখায়।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৩ নভেম্বর, ২০১৭ ১৪:৪৭ পি.এম