President

প্রায় সাড়ে ছয়মাস পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। সোমবার টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ।
রোববার রাতে কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারা বছর এই নৌপথে চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু সাগর উত্তাল থাকায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। বর্তমানে সাগর শান্ত ও পর্যটকদের কথা চিন্তা করে আবারও অনুমতি দেয়া হয়েছে।
সোমবার থেকে প্রতিদিন সকাল সাড়ে নয়টায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক জানান, হোটেল, কটেজসহ প্রতিটি আবাসিক ও খাবার হোটেলে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জাহাজ কর্তৃপক্ষকেও কোনো ধরনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করার এবং ভাড়ার তালিকা টাঙানোর নিদেশ দেয়া হয়েছে।
সাগর উত্তাল থাকায় গত ১ মে থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৩ নভেম্বর, ২০১৭ ১১:০৮ এ.ম