President

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বর্তমান মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মণি প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর সিটি করপোরেশনে এটি হবে দ্বিতীয় নির্বাচন।

এবারই প্রথম দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে যাচ্ছেন মেয়রপ্রার্থীরা।

২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

তখন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে রংপুর সিটির প্রথম মেয়র হন আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

ছাত্রলীগ দিয়ে রাজনীতির পথে হাটা শুরু হলেও দেশ স্বাধীন হওয়ার পর জাসদে যোগ দেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীতে থাকা এই নেতা জাতীয় পার্টি থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

পরে ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১২ নভেম্বর, ২০১৭ ০১:০৮ এ.ম