President

সালমান খানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর থেকে আর কখনও সাবেক প্রেমিকের মুখোমুখি হননি বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। বি টাউনের কোনও পার্টি হোক কিংবা কোনও অনুষ্ঠান, কোথাও সালমানের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে।
কিন্তু, ২০১৮ সালে নাকি সালমানের মুখোমুখি হচ্ছেন ঐশ্বরিয়া।

সূত্রের খবর, ২০১৮ সালের ঈদে নাকি একই সঙ্গে মুক্তি পাচ্ছে সালমান খানের রেস থ্রি এবং ঐশ্বরিয়া রাইয়ের ফেনি খান। ফলে এবার সিনেমার দৌলতেই ফের সম্মুখ সমরে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। কিন্তু, বলিউডের সাবেক এই জুটির একই সঙ্গে সিনেমা মুক্তি নিয়ে তাদের ভক্তদের মধ্যে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে।

এদিকে সালমান খান অভিনীত টিউবলাইট সেভাবে সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। সেই সিনেমার পর এবার মুক্তি পেতে চলেছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা হ্যায়। এবার দেখা যাক, ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে কতটা সফলতা লাভ করতে পারেন বলিউডের ভাইজান।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১১ নভেম্বর, ২০১৭ ০৯:১১ এ.ম