President

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবাহী লরীর সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার এসআই আশরাফ জানান, মহাসড়কের কেওঢালা এলাকায় ঢাকামুখী দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯-৭৭১৬) একটি পণ্যবাহী লরির (যশোর ব-৪১-০০৪২) পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে লরির পেছনের অংশের নিচে ভেতরের দিকে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী (৩৫) ও এক পুরুষ (৪০) নিহত হয়। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকামুখী বিভিন্ন গাড়িতে তুলে দিয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরীটি উদ্ধারে কাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১১ নভেম্বর, ২০১৭ ০৮:৫৯ এ.ম