President

একই অবস্থা। দুজনেরই। মৌসুম শুরু হয়েছে সেই কবে। অথচ তারা পেছন সারিতে। গোলের খাতায়। এমন পরিস্থিতিতে লুইস সুয়ারেজ সহানুভূতি প্রকাশ করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য।

সুয়ারেজের বার্সা এই মুহূর্তে আট পয়েন্টের ব্যবধানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। মেসি ইতিমধ্যে ১২ গোল করে ফেলেছেন। সুয়ারেজ সেখানে তিনবার জালের দেখা পেয়েছেন। রোনালদো একটি!

‘এটা বিরল ঘটনা। আমরা একই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। আমি তার কষ্টটা বুঝি। এটা এমন একটা সময়, যেটা যেতে দিতে হবে।’

নেইমার চলে যাওয়ার পর থেকেই নিষ্প্রভ সুয়ারেজ। এদিন জানালেন, ব্রাজিল তারকাকে আটকাতে চেষ্টা করেছিলেন তিনি, ‘আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটাই তার জন্য উপযুক্ত জায়গা। কিন্তু এটা এমন একটা সিদ্ধান্ত যা তাকে নিতে হয়েছিল।’

‘আমরা তাকে বলেছিলাম তোমাকে যেতে দিতে চাই না। কিন্তু সে সিদ্ধান্ত নেয়ার জন্য স্বাধীন ছিল। এর কারণ আমাদের বন্ধুত্ব। তার চলে যাওয়া সত্যি বেদনার ছিল।’

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

০৯ নভেম্বর, ২০১৭ ১২:০৪ পি.এম