President

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর নোয়াখালী জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার রাতে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে সকলের অবগতির জন্য সংগঠনের ওয়েবসাইট ও ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তি প্রচার করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ নভেম্বর ২০১৭ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো। এ সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে নোয়াখালী জেলায় ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ এর কোন কমিটি বহাল নাই।

এদিকে, সংগঠনের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল জানান, ৬ নভেম্বর সোমবার ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ নোয়াখালীর সভাপতি ফয়েজুল ইসলাম জাহান কেন্দ্রীয় কমিটির নির্দেশ ও জেলা শাখার নেতৃবৃন্দের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই সংগঠনের গঠনতন্ত্র বর্হিভূতভাবে জেলা শাখার কমিটি ঘোষণা দেওয়ায় কেন্দ্রীয় কমিটি এমন সিদান্ত নিয়েছেন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

০৮ নভেম্বর, ২০১৭ ১৫:২৬ পি.এম