President

‘নূর’ সিনেমার একটি দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি সোনাক্ষী সিনহার ওই দৃশ্যটি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে শত্রুঘ্ন সিনহার মেয়ের বেশ সমালোচনা হয়।

তবে বলিপাড়ার বিভিন্ন সূত্রের দাবি, সোনাক্ষীর ভাইরাল হয়ে পড়া ছবিটি এ বছরের প্রথম দিকে মুক্তি পাওয়া ‘নূর’ সিনেমার একটি দৃশ্য। এতে অভিনেত্রীর স্নানের দৃশ্য রয়েছে।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় করে বলিউডে ডেবিউ করেন সোনাক্ষী সিনহা।

এর পর দাবাং, টু, লুটেরা, আকিরা, হলিডে, আর রাজকুমার, তেভার, বুলেট রাজা, ইত্তেফাকসহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গান গাইতেও শোনা যায় সোনাক্ষীকে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

০৮ নভেম্বর, ২০১৭ ১৩:০০ পি.এম