President

আগামীকাল রোববারই শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এর পরই শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে পরিকল্পনা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে।

আজ শনিবার ঘোষিত এই দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন, অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক, উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস এবং দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

তবে মুমিনুল বেশ কিছুদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ২০ ওভারের ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিন বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি।

২৬ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। আর সিরিজের শেষ ম্যাচটি হবে ২৯ অক্টোবর।

তবে চোটের কারণে এই দলে নেই ওপেনার তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। এই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন তাঁরা।

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।


টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

২১ অক্টোবর, ২০১৭ ২০:৩৪ পি.এম