President

দিনাজপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি প্রাইভেটকারের চালকসহ তিন জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ১১ মাইল এলাকার কাহারোলে এই দুর্ঘটনা ঘটে।

কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি কোচ পঞ্চগড় যাচ্ছিল। বেলা ৩টার দিকে কাহারোল উপজেলার ১১ মাইল কান্তাফার্ম এলাকায় বিপরীতগামী একটি প্রাইভেটকারকে কোচটি ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও দুই আরোহী নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

২০ অক্টোবর, ২০১৭ ১৭:৫৮ পি.এম