President


৫ দিনের সরকারি সফরে আজ বুধবার সিলেটে যাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ দিন দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

এরপরে সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারীকরণ উপলক্ষে বিকেল ৪টায় রাজা জি সি হাই স্কুলে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী।
এ ছাড়াও তিনি ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যোগদান করবেন। এরপর রবিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঢাকায় ফিরবেন।

শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব জাকির হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৮ অক্টোবর, ২০১৭ ১১:৩৯ এ.ম