President

দীর্ঘদিন ধরে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের চেয়ারে বসে রয়েছেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।

কবে বিয়ের পিঁড়িতে বসবেন ভাইজান, সে প্রশ্নের উত্তর জানতে আগ্রহী তার অনুরাগীরা। একের পর এক গার্লফ্রেন্ড পাল্টালেও বিয়ে করার কোনো নামগন্ধও নেই।

কখনও ঐশ্বরিয়া, আবার কখনও ক্যাটরিন কাইফরে সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর।

বয়স ৫১ হলেও বিয়ের বিষয়ে যেন মুখে কুলুপ এঁটেছেন সালমান খান।

এ বার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী টাব্বু!

তবে সালমানের বিয়ে কবে, সে উত্তর তিনি দেননি। বরং ভয়ংকর বিরক্তি প্রকাশ করেছেন।

সালমানের মতোই টাব্বুও কবে বিয়ে করবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সিনে মহলে।

সম্প্রতি ‘গোলমাল এগেন’ ছবির প্রচারেও টাব্বুকে এই প্রশ্ন করা হয়।

চরম বিরক্তি নিয়ে তিনি বলেন, আমার আর সালমান খানের বিয়ে নিয়ে যেন সবার টেনশন। সবাই আমাকে একই প্রশ্ন করে। একই প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। আমাকে নতুন কিছু জিজ্ঞেস করুন।

টাব্বু আরও জানিয়েছেন, তিনি নিশ্চিত- সালমানও একই প্রশ্ন শুনে বিরক্ত হয়ে যান। সে কারণেই সালমানকেও এই প্রশ্ন আর না করার পরামর্শ দিয়েছেন টাব্বু।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৪ অক্টোবর, ২০১৭ ১১:৩৫ এ.ম