President

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃত্বিক রোশনের সম্পর্ক আছে না নেই, তা নিয়ে বলিউডে চলছে জোর গুঞ্জন।

আর সেই গুঞ্জনের মাঝেই যখন কঙ্গনার ‘সিমরন’ প্রায় মুখ থুবড়ে পড়েছে, তখন প্রকাশ্যে এল হৃত্বিকের পরের সিনেমার কথা।

যশরাজ ফিল্মসের ব্যানারে পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবার এক সঙ্গে পর্দায় আনছেন হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফকে। আর এই সিনেমায় হৃত্বিকের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বানি কাপুরকে।

বানি কাপুর এর আগে রণবীর সিংয়ের সঙ্গে ‘বেফিকরে’ সিনেমায় অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন। এবার সেই বানি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক।

নাম ঠিক না হওয়া এই সিনেমার শুটিং শিগগিরই শুরু হবে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১৩ অক্টোবর, ২০১৭ ১২:১১ পি.এম