President

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ জনগণ হরতাল প্রত্যাখান করেছে। এ ধরনের কর্মসূচি আহ্বান যারা করে, তারা কর্মসূচিতে অংশগ্রহণ করে না। ঘরে বসে কেউ হিন্দি সিরিয়াল দেখে,আবার কেউ কেউ এসি রুমে বসে বাইরে পুলিশেরে গতিবিধির খবর নেয়।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে ৪ কোটি ৩২লাখ টাকা ব্যয়ে সড়ক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা বিষয়ে সরকার বা আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালত দিয়েছেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো: আলী হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১২ অক্টোবর, ২০১৭ ১৫:১৮ পি.এম