President

নড়াইলের গোপীনাথপুর গ্রামে কেরোসিন তেলের স্টোভ বিস্ফোরণে গরম তেলে স্বামী জাকির হোসেন (৩৫) ও স্ত্রী ইরানী বেগম (২৫) ঝলসে গেছেন। গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পৌরসভার গোপীনাথপুর গ্রামের ভাড়াটিয়া জাকির হোসেন খান(৩৫) গ্রীস তৈরির জন্য কেরোসিনের স্টোভের মাধ্যমে কড়াইতে গ্রীস জ্বালাচ্ছিলেন। এসময় জাকির কেরোসিনের স্টোভে জোরে হাওয়া দিলে স্টোভে ধারণ ক্ষমতার চেয়েও অতিরিক্ত বাতাস জমে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এসময় আগুন ও গরম তেল ছড়িয়ে পড়লে জাকির হোসেন ও তার স্ত্রী ইরানি বেগমের শরীর ঝলসে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন ও গরম তেলে দুজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয় লোকজন তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করান।

নড়াইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন অংশে ঝলসে গেছে। চিকিৎসা চলছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১১ অক্টোবর, ২০১৭ ১৯:৩২ পি.এম