President

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বেলা ৩টার দিকে প্রধান বিচারপতির খাস কামরায় তিনি সাক্ষাৎ করেন। পরে সেখান থেকে বের হয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, বিচার বিভাগের একটি সম্মেলনের বিষয়ে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার বিষয়ে যে চিঠি দিয়েছেন তাতে আইনমন্ত্রী নিজে এবং প্রধানমন্ত্রী সই করেছেন। কিশোরগঞ্জ থেকে ফিরে প্রেসিডেন্ট সই করলে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন বাধা থাকবে না।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১১ অক্টোবর, ২০১৭ ১৭:০৪ পি.এম