President

অদম্য সাহসিকতায় বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে যাওয়া ছয় কন্যাশিশুকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এ ছয় শিশু হলো শামীমা আক্তার, আমিনা খাতুন নীলা, লিলিমা খাতুন, শাবানা আক্তার, তুলি দেবনাথ ও মুক্তা আক্তার মৌ।

বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনষ্টিটিউশনের থ্রি ডি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে ক্রেষ্ট, সনদপত্রসহ সম্মাননা প্রদান করা হয়।

ব্র্যাক ও এডিস সারভাইভারস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কণ্ঠ শিল্পী মমতাজ বেগম নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, সমাজের নারীদের প্রতিষ্ঠিত হতে হবে। নিজের পায়ে অর্থাৎ সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। বাল্য বিবাহ বন্ধে আরও কঠোর হতে হবে।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক আন্না মিনজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অস্ট্রোলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার স্যালী এ্যান ভিনসেন্ট, মনোবিজ্ঞানী ড. মেহতাব খানম, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহম্মেদ প্রমুখ।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১১ অক্টোবর, ২০১৭ ১৬:১১ পি.এম